পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ
প্রধান কার্যালয়: বিকাশভবন (তৃতীয় তল, পূর্বপার), বিধাননগর, কোলকাতা ৭০০০৯১
শাখা কার্যালয়: রামেন্দ্রসুন্দর তম্বুজভবন, ডিডি-১৮/৪, সপ্তমতল, বিধাননগর, কোলকাতা ৭০০০৬৪
email-whcros2006@gmail.com
Website-www.wberos.ac.in
মুক্ত শিক্ষাব্যবস্থায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হওয়ার আহ্বান
কী উদ্দেশ্যে কাদের জন্য মুক্ত শিক্ষা 'সকলের জন্য শিক্ষা' এই লক্ষ্যে ও রাজ্যে বিদ্যালয় স্তরে প্রথাগত শিক্ষার প্রস্তুত বিস্তার ঘটানো হয়েছে। এই প্রক্রিয়া এখনও চলছে। তথাপি আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যাঁরা আর্থসামাজিক এবং অন্যান্য প্রতিবন্ধকতার জন্য যথাযথ বয়সে শিক্ষার সুযোগ গ্রহণ করতে পারেননি বা এখনও পারেন না। এই উপলব্ধি থেকেই পশ্চিমবঙ্গ সরকার ১৯৯৭ সালে 'রাজ্য মুক্ত বিদ্যালয়' প্রতিষ্ঠা করেছিলেন যা পরবর্তীকালে 'রবীন্দ্র মুক্ত বিদ্যালয়' নামে নিবন্ধীকৃত হয়। ২০০১ সালে ১লা আগষ্ট থেকে এই বিদ্যালয় একটি বিধিবদ্ধ সংস্থার রূপ পেয়েছে। ২০০৬ সালে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় আইনের কিছু প্রয়োজনীয় সংশোধনের ফলে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় ১লা জানুয়ারী ২০০৭ সাল থেকে "পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ" নামে অভিহিত হয়েছে। 'স্বশিখন ও বাক্তিগত সংযোগ'-এর পদ্ধতিতে। পরিচালিত এই ব্যবস্থা শিক্ষাবঞ্চিতদের কাছে পৌছানোর জন্য এক বিকল্প ব্যবস্থা। স্বনিযুক্ত অথবা কর্মহীন যুবক-যুবতী পূর্ণ বা আংশিক সময়ের কর্মী, শ্রমজীবী, কৃষিজীবী, বয়স্ক পুরুষ ও মহিলা, প্রথাগত শিক্ষায় অসফল ছাত্র-ছাত্রী, প্রতিবন্ধী ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী মুক্ত শিক্ষার প্রধান লক্ষ্যস্থল।
পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের পাঠ্যসূচী প্রথাগত মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের পাঠ্যসূচির সমতুল। পড়ুয়ারা নিজে পড়েই যাতে আয়ত্ত করতে পারে সেইদিকে লক্ষ্য রেখে স্বশিখন পদ্ধতি অনুযায়ী মুক্ত বিদ্যালয় সংসদের পাঠোপকরণ রচিত হয়েছে। পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শংসাপত্র (Certificate) যথাক্রমে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সমতুল বলে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছেন।
ভর্তির নিয়ম:
(মাধ্যমিক) বছরে দুবার, সাধারণত জুন ও ডিসেম্বর (Session) সেশান। সময় ও সুযোগমত পাঠ সহায়তা কেন্দ্রে (Study centre-এ) গিয়ে online মারফৎ ভর্তি হতে হয়।
(উচ্চ মাধ্যমিক) বছরে একবার, সাধারণত সেপ্টেম্বর-অক্টোবর (Session) সেশান। The Council of Boards of School Education in India (COBSE) স্বীকৃত যে কোনও বোর্ড বা কাউন্সিল থেকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হয়। সময় ও সুযোগমত পাঠ সহায়তা কেন্দ্রে (Study centre-এ) গিয়ে online মারফৎ ভর্তি হতে হয়।
সংসদের website: www.wbcros.ac.in মারফৎ ভর্তির, পরীক্ষার ও অন্যান্য সকল information জানতে নিয়মিত website follow করার জন্য অনুরোধ জানাই।
সভাপতি
পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ
বিকাশভবন (তৃতীয় তল, পূর্বপার), বিধাননগর, কোলকাতা ৭০০০৯১